টি২০ বিশ্বকাপের দল ঘোষনা

 ৩০ এপ্রিল থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে আইসিসি টি২০ বিশ্বকাপের তৃতীয় আসর। “এ” গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিদ্বন্দ্বি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিসত্মান ও অস্ট্রেলিয়া। গত ২৯এপ্রিল মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক রফিকুল আলম।  টি২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন জুনায়েদ সিদ্দিকী, মিঠুন চৌধুরি ও শামসুর রহমান।

 জুনায়েদের জায়গায় টি২০ দলে এসেছেন ইমরুল কায়েস। লংগার র্ভাসন ক্রিকেটে ফর্মে থাকলেও ফিল্ডিং খুব খারাপ বলে জুনায়েদ দল থেকে বাদ পড়েছেন, জানিয়েছেন রফিকুল আলম। মাশরাফি আইপিএলে নাইট রাইডার্সের হয়ে না খেললেও ভালো প্র্যাকটিস করছেন। দলের পেস ডিপার্টমেন্ট এবং ব্যাটিংয়ে লোয়ার অর্ডারে মাশরাফি কার্যকর। ইংল্যান্ড সিরিজে দলের বাইরে থাকা আশরাফুল জাতীয় দলে ফিরেছেন। রফিকুল আলম বলেন আশরাফুলের অভিজ্ঞ, শট খেলতে পারে। আশা করি পিসিএল ও জাতীয় লিগ টি২০’র মাধ্যমে ফর্মে ফিরবে। টেস্টের পর টি২০ দলে সুযোগ পেলেন জহিরুল ইসলাম।  জাতীয় লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক,ব্যাকআপ ওপেনার, উইকেটকিপার হিসেবে কাজ করতে পারে। দলে ফিরেছেন আফতাব আহমেদ ও সৈয়দ রাসেল। বাংলাদেশ স্কোয়াড: সাকিব(অধি:), মুশফিক(সহঅধি:), তামিম, ইমরুল, মাশরাফি, আশরাফুল, আফতাব, মাহমুদুলস্নাহ, নাইম ইসলাম, রুবেল হোসেন, শফিউল, আব্দুর রাজ্জাক, জহিরুল ইসলাম, সৈয়দ রাসেল ও সোহরাওয়ার্দী।

No Response to "টি২০ বিশ্বকাপের দল ঘোষনা"

একটি মন্তব্য পোস্ট করুন